স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর :ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কথা বলেন উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রদের সাথে। এই ইভেন্ট নিয়ে উচ্ছ্বাস ছিল পড়ুয়াদের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পশ্চিম জেলা শিক্ষা আধিকারিক এবং উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অধ্যক্ষ রামকৃষ্ণ ভট্টাচার্য। তারা বলেন, নীতি আয়োগের উদ্যোগে হচ্ছে এই ইভেন্ট। দেশের ১ কোটি ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নেবেন।
এর মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে যাতে নতুনত্বের মধ্যে দিয়ে স্বদেশী কথা জাগ্রত হয় তার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। আরো জানিয়েছেন প্রত্যেকটি বিদ্যালয় এই ইভেন্ট সম্পর্কে বার্তা আসার পর একটি টিম তৈরি করা হয়েছে। তারা এই ইভেন্টে অংশ নেয়। উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্ররা আত্মনির্ভর ভারতের একটি মডেল ডিসপ্লে করেছে। এক লক্ষ ৬৩ হাজার ৮২০ জন ছাত্রছাত্রী এই ইভেন্টে অংশ নেয়। তবে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়, পিএম শ্রী সাব্রুম বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উদয়পুর ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্পটলাইট বিদ্যালয় হিসাবে অংশগ্রহণ করে। উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে মোট তিনজন ছাত্র সরাসরি কথা বলেন।

