স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং মাই ভারতের উদ্যোগে সর্দার বল্লভ ভাই পেটেলের ১৫০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পদ যাত্রার আয়োজন করা হয়েছে। দেশ ব্যাপী এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। ত্রিপুরা রাজ্যেও রাজ্য স্তরে এবং জেলা স্তরে এই পদযাত্রা করা হবে। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী টিঙ্কু রায়।
তিনি আরো বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল যুব সমাজের মধ্যে দেশ প্রেম এবং নাগরিকের দায়িত্ব বোধ জাগ্রত করা। ইতিমধ্যে ৬ অক্টোবর মাই ভারত ডিজিটাল পোর্টালে প্রচার অভিযানের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী। মাই ভারত পোর্টালের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে ১৫০ জন যুবক যুবতীকে নির্বাচিত করা হবে। তারা জাতীয় স্তরের পদযাত্রায় অংশগ্রহণ করবে। ৩১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত জেলা স্তরে অনুষ্ঠিত হবে পদযাত্রা। পশ্চিম জেলার পদযাত্রায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। অন্যান্য জেলার পদযাত্রায় সাংসদ, মন্ত্রী, বিধায়করা উপস্থিত থাকবেন। পদযাত্রায় পূর্বে বিভিন্ন স্কুল কলেজে সেমিনার, কুইজ প্রতিযোগিতা করা হবে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায় আরও জানান জাতীয় স্তরের পদযাত্রা অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর। সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মভূমি থেকে সর্দার বল্লভ ভাই পেটেলের স্ট্যাচু পর্যন্ত ১৫০ কিলোমিটার রাস্তা পদযাত্রা করা হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী।

