স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চলা দীর্ঘদিনের বিরোধের জেরে নিজের জন্মদাতা মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল পাষণ্ড পুত্র বিক্রম নাথ। অবশেষে সেই নির্যাতনের সীমা অতিক্রম করে এবার মায়ের উপরই চালাল হামলা। গুরুতর আহত অবস্থায় বর্তমানে মা অঞ্জলি নাথ ভর্তি রয়েছেন দশদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশদা লক্ষ্মীপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল প্রায় ছয়টার নাগাদ সুপারি বিক্রিকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে তীব্র বাক বিতণ্ডা শুরু হয়। একটা সময় বিক্রম নাথ ঘরের দরজা ভেঙে প্রবেশ করে মায়ের উপর অমানবিকভাবে হামলা চালায় বলে অভিযোগ। মাকে রক্ষা করতে এগিয়ে আসে মেয়ে অনিতা নাথ। অনিতা নাথকেও মারধর করে অভিযুক্ত ভাই বিক্রম। পরে রক্তাক্ত অবস্থায় মাকে উদ্ধার করে মেয়ে অনিতা স্থানীয়দের সহায়তায় দশদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।সংবাদ মাধ্যমের সামনে অনিতা নাথ বলেন, দীর্ঘদিন ধরে উনার মা ভাইয়ের অত্যাচার সহ্য করে আসছে। আজও মারমুখি আক্রমণ চালায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অঞ্জলি নাথের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার পর অভিযুক্ত বিক্রম নাথকে আটক করেছে কাঞ্চনপুর থানার পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

