স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর :মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন করে ইস্যু তৈরি হলো। সোমবার অমরপুরে রিয়াং সমাজ নাম দিয়ে শরিক সমর্থিতরা বিক্ষোভ মিছিল সংঘটিত করে। এই মিছিল ঘিরে পরিস্থিতি উত্তেজনার রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করে। মিছিলটি শুরু হয় অমরপুর মঙ্গল চন্ডী মাঠ থেকে।
পরে অমরপুর বাজার হয়ে অমর সাগরের পশ্চিম পার হয়ে আবার চন্ডিবাড়ি মাঠে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত বিক্ষোভকারীরা জানান, গত আট অক্টোবর রিয়াং জনজাতি অংশের মানুষের হজাগিরি উৎসব ছিল। শান্তিরবাজার মহকুমা বগাফা এলাকায় আয়োজিত হজাগিরি উৎসবে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রিয়াং অংশের মানুষ বাংলাদেশ চট্টগ্রাম থেকে এসে ত্রিপুরায় বসবাস করছে।
মুখ্যমন্ত্রী এমন দাবির তীব্র প্রতিবাদ জানায় রিয়াং অংশের মানুষ। কারণ ১৯০১ সালে রাজার সেনাপতি ছিল রিয়াং মানুষের মানুষ। ত্রিপুরা রাজ্যের রিয়াং অংশের মানুষের অনেক ইতিহাস রয়েছে। এ রাজ্যের মাটিতে রিয়াং সবচেয়ে আদিম জাতি। মুখ্যমন্ত্রী মুখ থেকে এমন কথা কোনভাবেই মানা যায় না। তাই রিয়াং অংশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে বলে জানান এদিন। মিছিল ঘিরে উত্তেজনার রূপ নেয় অমরপুরে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় পুলিশ প্রশাসন।

