স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : আগামী ৩ সেপ্টেম্বর বীরচন্দ্র লাইব্রেরীর টি কর্ণার থেকে আগরতলা শহরে চায়ের উপর সচেতন মূলক এক বনাঢ্য রেলির আয়োজন করা হবে। রেলিতে প্রায় দেড় হাজার মানুষের সমাগম হবে। এদিন রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী রতন লাল নাথ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার।
বুধবার ত্রিপুরা চা উন্নয়ন নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জানান চেয়ারম্যান সন্তোষ সাহা। এ ধরনের সচেতন মূলক কর্মসূচির জন্য টি-বোর্ড ইন্ডিয়াকে অনুরোধ জানানো হয়েছিল। তারপর তাদের সম্মতিক্রমে এবং সহযোগিতায় এই কর্মসূচি ত্রিপুরা রাজ্যের জন্য দ্বিতীয়বার হচ্ছে। এ ধরনের সচেতন মূলক কর্মসূচি মূল উদ্দেশ্য হলো নব প্রজন্ম যাতে চা খাওয়ার প্রতি আকৃষ্ট হয়। তাই টি ফর রানে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান সন্তোষ সাহা। পাশাপাশি তিনি চা উন্নয়ন নিগমের বর্তমান অবস্থান তুলে ধরেন এদিন। ত্রিপুরা রাজ্য চা উৎপাদনে সারা দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। দেশে ১৩৪৩.০৬ মিলিয়ন কেজি চা পাতা উৎপাদন হয়। এরমধ্যে বিদেশে রপ্তানি হয় ১৯৬.৫৪ মিলিয়ন কেজি। দেশে বর্তমানে জৈব পদ্ধতিতে চা উৎপাদন করা হয়। বছরে ত্রিপুরাতে ৯৯ লক্ষ কেজির চা উৎপাদন হয় বলে জানান তিনি।