স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : সিমেন্ট বুঝাই লরি খাঁদে পড়ে মৃত্যু চালকের। ঘটনা আমবাসা নকুল বাড়ী এলাকায়। জানা যায় টি আর ০৩ জে ১৬৭৬ নম্বরের ১২ চাকার লরিটিতে সিমেন্ট বোঝাই করে মনু থেকে আমবাসার দিকে যাওয়ার সময় নকুল বাড়িতে বাক নিতে গিয়ে গভীর খাঁদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ আমবাসা থানার পুলিশ।
পুলিশ ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের বহু প্রচেষ্টার পর গাড়ির চালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তবে মৃত চালকের নাম জানা যায়নি। পুলিশ জানায় গাড়িটি ছিল উদয়পুরের। মালিককে খবর দেওয়া হয়েছে।