Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যঅপহরণ কান্ডে উদ্ধার নাবালিকা, পুলিশের জালে চার

অপহরণ কান্ডে উদ্ধার নাবালিকা, পুলিশের জালে চার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ অক্টোবর :রাজধানীর ইন্দ্রনগর এলাকা থেকে অপহরণ হওয়া নাবালিকা উদ্ধার উদয়পুর মহকুমা মহারানী থেকে। পুলিশ চারজনকে আটক করেছে। এর মধ্যে তিনজনই নাবালক। গ্রেপ্তার হওয়া একজনকে আদালতে তুলেছে পুলিশ। রবিবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে একথা জানিয়েছে রাজ্য পুলিশ। পুলিশ বিবৃতির মধ্যে উল্লেখ করেছে, ঘটনার পর পুলিশ সাথে সাথেই একটি টিম গঠন করে তদন্ত শুরু করে। এই তদন্তে বের হয়ে আসে কয়েকজনের নাম। সে অনুযায়ী পুলিশ সারা রাজ্য জুড়ে তাদের তল্লাশি শুরু করে। শনিবার রাতে উদয়পুর মহারানী থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ আটক করেছে তিনজন নাবালক এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে রবিবার আদালতে তুলে পুলিশ। তিন নাবালকের বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চলেছে পুলিশ। এদিকে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের তদন্তে কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে। আগরতলা ইন্দ্রনগর এলাকায় ১৪ বছর বয়সি নাবালিকা মেয়ে অপহরণের ঘটনার খবর পেয়ে  নড়েচড়ে বসে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের তিনজনের একটি প্রতিনিধি দল শনিবার রাতে এই অপহরণের ঘটনার তদন্তে ছুটে যান ইন্দ্রনগর এলাকায় এবং পরে পূর্ব আগরতলা মহিলা থানায়। এদিন কমিশনের প্রতিনিধি দলটি ইন্দ্রনগর এলাকায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে জানতে পারে নাবালিকা মেয়েটির মায়ের বেশ কিছু অভিযোগ ছিল ভিত্তিহীন। মেয়েটি মায়ের অভিযোগ ছিল শুক্রবার গভীর রাতে নাবালিকা মেয়েটিকে বাড়ি থেকে বেশ কয়েকজন মিলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মেয়েটি তার মাকে বাঁচানোর জন্য চিৎকার করে এবং নাবালিকা মেয়েটির মা চিৎকার করে গাড়ির পিছনে ছুটলেও গাড়িটি আটক করতে পারেনি।

এমনকি অপহরণকারীরা ছিল কালো কাপড়ের মুখ ঢাকা। তাই তাদের কাউকেই চিনতে পারেনি। এমনটাই ছিল নাবালিকা মেয়েটির মায়ের অভিযোগ। শনিবার শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের প্রতিনিধিরা এলাকাবাসীর পক্ষ থেকে জানতে পারে এই নাবালিকা মেয়েটি ১৭ বছরের এক নাবালক ছেলের সাথে পালিয়েছে। এমনকি তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। যা নাবালিকা মেয়েটির মা এবং বাবা উভয়ই জানতো। এমনকি প্রতিদিন নাবালিকা মেয়েটি ফোনে ওই নাবালক ছেলেটির সাথে কথা বলত। শুধু তাই নয় প্রায়ই নাবালিকা মেয়েটি তার নাবালক প্রেমিকার বাড়িতে যাতায়াত করত। তবে শুক্রবার গভীর রাতে নাবালিকা মেয়েটি তার নাবালক প্রেমিকার হাত ধরে পালিয়ে যায়। শনিবার রাতে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশের সাথে কথা বলে জানা গেছে শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটার পর এই অপহরণের ঘটনাটি সারা রাতে একবারও পুলিশকে জানানো হয়নি। শনিবার সকালে নাবালিকা মেয়েটির মা এবং বাবা থানায় এসে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে। এখন দেখার বিষয় পুলিশের জিজ্ঞাসাবাদে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য