স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ অক্টোবর : রাজ্যে পাকিস্তানি মহিলার অনুপ্রবেশ। নেপালের জেল থেকে পালিয়ে এসে ত্রিপুরায় ধরা পড়লেন এই পাকিস্তানী মহিলা। জানা যায়, ধৃত মহিলার নেপালে নেশা সংক্রান্ত মামলায় পনেরো বছরের জেল হয়। কিন্তু সম্প্রতি নেপালে ঘটে যাওয়া বিশৃঙ্খলার মধ্যে জেল থেকে পালিয়ে দালাল ধরে ত্রিপুরা হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। অবশেষে পুলিশ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস থেকে পাকিস্তানি মহিলাকে আটক করেছে। গ্রেপ্তার হওয়া সেই পাকিস্তানি মহিলারা নাম সাহিনা পারভিন।
যদিও পুলিশ সূত্রে খবর ওই মহিলা একাধিকবার ওনার পরিচয় গোপন করার চেষ্টা করেছে। বর্তমানে গোটা ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গেছে আগরতলা থেকে রাজ্য পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের একটি স্পেশাল টিম সাব্রুম থানার উদ্দেশ্যে রওনা হয়েছে। কারণ বিষয়টি নিয়ে পুলিশ কোন ভাবেই গাফিলতি করতে চাইছে না। আসলে নেপালের জেল থেকে পালিয়ে ত্রিপুরায় এসেছে, নাকি অন্য কোন মতলব রয়েছে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ পাকিস্তানের আনাগোনা নিয়ে গোটা দেশেই স্বরাষ্ট্র দপ্তর সজাগ রয়েছে।
জম্বু কাশ্মীর দিয়ে অনুপ্রবেশ রুখে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি মুখ্য জবাব দিয়ে জঙ্গি নিকেশ করছে ভারতীয় সেনারা। আর এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের মধ্যে বাংলাদেশী মহিলা আটক ঘিরে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। কেউ কেউ গুপ্তচর কিনা সেটা নিয়ে সাব্রুম থানায় এলাকায় আগ্রহ প্রকাশ করছে। যাই হোক পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে। পুলিশ কোনভাবেই দুর্বল দৃষ্টিতে দেখছে না বিষয়টি।

