স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট : বর্বরতা শাসন উৎখাত করতে কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। সংবিধান সচল হবে। মঙ্গলবার পানিসাগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক বৈঠকে অংশগ্রহণ করে এমনটাই বললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি আরো বলেন কংগ্রেস দেশবাসীকে যে গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার দিয়েছিল তা বর্তমান বিজেপি সরকারের আমলের সম্পূর্ণভাবে বিপন্ন হয়ে পড়েছে।
এই অধিকার এই সরকারের বিরুদ্ধে লড়াই করে অর্জন করতে হবে। সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, বিজেপি মানুষের প্রত্যেক শক্তির উপর ভিত্তি করে চলতে চাইছে। কিন্তু কংগ্রেস মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায়। চাইলে কংগ্রেস উপ নির্বাচনে চারটি আসনেই কংগ্রেস জয়ী হতে পারত। কিন্তু কংগ্রেস ছাপ্পা ভোট এবং ভোট লুট করে জয়ী হতে চায়নি। এবং ছাপ্পা ভোটের মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে বিজেপি বলে জানান তিনি। এদিনের আলোচনা সভায় এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ।