Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যভেটেইনারি ডিসপেন্সারীর উদ্বোধন

ভেটেইনারি ডিসপেন্সারীর উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট :  বর্তমানে যুবকরা ফার্ম করার জন্য এগিয়ে আসছে। ফলে রাজ্যে ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আনন্দনগরে নব নির্মিত ভেটেইনারি ডিসপেন্সারীর উদ্বোধন করে বলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। কিছু লোকের লোকসানের কথা ভেবে এই রাজ্যের বহু মানুষকে এই উন্নয়ন থেকে পূর্বতন সরকারের আমলে বঞ্চিত করে রাখা হয়েছিল।

আগে গৃহীত নীতি সঠিক না থাকার কারনে রাজ্যের এই অবস্থা হয়েছে বলে জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস। বর্তমান সরকার ও দপ্তর নতুন করে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। পরিবর্তন আনা হয়েছে নীতিতে। এতে করে খুব কম সময়ের মধ্যে সফলতা এসেছে বলে জানান তিনি। আরো বলেন, দীর্ঘ সময় ডিম, দুধ এবং মাংসের জোগানের জন্য বহিঃ রাজ্যের উপর নির্ভরশীল করে রাখা হয়েছিল রাজ্যকে। এর বিকল্প কোন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়নি। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত মন্ত্রী রামপ্রসাদ বলেন, পশু পালন করে যুবকরা যাতে স্বাবলম্বিন হতে পারে তার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আরো বলেন এ নতুন ভবন তৈরি করার পেছনে মূলত উদ্দেশ্য পশু পালনের ফলে যাতে স্থানীয়দের উৎসাহ বাড়ে এবং এলাকায় সুবিধা পায়। সেদিকে বিশেষ নজর দিয়ে এটা তৈরি করা হয়েছে বলে জানান শ্রী পাল । উদ্বোধনের পর নব নির্মিত ভেটেইনারি ডিসপেন্সারীটি ঘুরে দেখেন মন্ত্রীদ্বয় সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য