Saturday, March 15, 2025
বাড়িরাজ্যরক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান প্রতিমা ভৌমিকের

রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান প্রতিমা ভৌমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট :  করোনা পরিস্থিতিতে রাজ্যে রক্তদান শিবির সংগঠিত করার ক্ষেত্রে সমস্যার পড়তে হয় উদ্যোক্তাদের। তাই রক্তের চাহিদা মেটাতে রাজ্যের চারটি হাসপাতালে প্রত্যেক রবিবার ২০ জন করে রক্তদান করার উদ্যোগ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই হাসপাতালগুলি জিবি, আই জি এম, টি এম সি এবং উদয়পুর জেলা হাসপাতাল। চার সপ্তাহ দেওয়ার পর এই রক্তদানের উদ্যোগ বন্ধ করে দেওয়া হয়।

 কিন্তু কিছু কার্যকর্তা অনুরোধ জানান এই উদ্যোগকে অব্যাহত রাখার জন্য। তারপর পরিকল্পনা নেওয়া হয় চারটি হাসপাতালের পরিবর্তে শুধু জিবি হাসপাতালে প্রতি মঙ্গলবার করে ১০ জন ব্যক্তি রক্তদান করবেন। মঙ্গলবার এই উদ্যোগের ৫০ তম সপ্তাহ। এই উপলক্ষ্যে জিবি-র ব্লাড ব্যাঙ্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা জিবি-র রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার, রামকৃষ্ণ মিশনের মহারাজ , প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার সহ অন্যান্যরা। এদিনের শিবিরে মোট ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। ৫০ তম সপ্তাহ পর্যন্ত যারা এই উদ্যোগকে চালিয়ে রেখেছেন তাদের ধন্যবাদ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বড়জলা, বামুটিয়া, বাগবাসা, উদয়পুর, সোনামুড়া, কুমারঘাট, রাজনগর সহ বিভিন্ন মণ্ডল থেকে আগত কার্যকর্তাদের স্বাগত জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য