Monday, March 17, 2025
বাড়িরাজ্যবইয়ের আবরণ উন্মোচন

বইয়ের আবরণ উন্মোচন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট :  ককবরক ও অন্যান্য সংখ্যা লঘু ভাষা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার শিক্ষা ভবনের কনফারেন্স হলে দুটি বইয়ের আবরণ উন্মোচন অনুষ্ঠিত হয়। বিধায়ক ডাঃ অতুল দেববর্মার ককবরকে অনুবাদ কৃত গীতাঞ্জলী ও ত্রিপুর সতি ইসিরি জয়াবতী নামে বই দুটির আবরণ উন্মোচন করেন মন্ত্রী রতন লাল নাথ।

উপস্থিত ছিলেন বিধায়ক তথা ককরবক ও অন্যান্য সংখ্যা লঘু ভাষা উন্নয়ন কমিটির চেয়ারম্যান ডাঃ অতুল দেববর্মা,  অধিকর্তা এন দেববর্মা সহ অন্যান্যরা। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ককবরক ভাষার টেক্সট  বুক বিনামূল্যে দিচ্ছে রাজ্য সরকার। এর জন্য পর্যাপ্ত বই রয়েছে। শিক্ষক এসে নিয়ে গেলে বই প্রদান করা হচ্ছে। এর পরেও কোন স্কুল না পেলে যোগাযোগ করলে বই প্রদান করা হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। এর জন্য কোন অর্থ নেওয়া হয় না বলে জানান তিনি। বর্তমানে ৪২ টি মাধ্যমিক বিদ্যালয়ে এই বই প্রদান করা হচ্ছে দপ্তর থেকে। সি বি এস সি বোর্ডে দশম ও দ্বাদশ মানে ককবরক ভাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০২২-২৩ শিক্ষা বর্ষ থেকে এটা চালু হবে। ককবরক ভাষাকে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষা মন্ত্রী। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে মাতৃ ভাষাকে প্রাধ্যন দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে। মাতৃভাষাকে এগিয়ে নিয়ে গেলে ছেলে মেয়েদের সামগ্রীক বিকাশ হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য