Thursday, November 13, 2025
বাড়িরাজ্যঅভিযুক্তের মৃতদেহ উদ্ধার জঙ্গলে

অভিযুক্তের মৃতদেহ উদ্ধার জঙ্গলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর :সোনামুড়া থানাধীন পশ্চিম দুর্লভ নারায়ন আমলকিমুড়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে স্ত্রী ও পুত্র বধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়া অভিযুক্ত নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল নুরুল ইসলাম পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী খুসনেহারা বেগম ও পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত দু’জন বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার সকাল আনুমানিক সাতটার সময় বদদোয়াল ১ নম্বর ওয়ার্ড এলাকায় একটি রাবার বাগান থেকে নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা রুহুলামিন ইসলাম গাছ কাটতে গিয়ে মৃতদেহটি প্রথম দেখতে পান। তিনি জানান, মৃতদেহটি মাটিতে পড়ে ছিল। তারপর খবর দেওয়া হয় এলাকাবাসী ও পুলিশকে। খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে সোনামুড়া থানার ওসি তাপস দাস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক ধারণা নুরুল ইসলাম আত্মহত্যা করেছে। তবে মৃতের ভাইয়ের দাবি, এটি আত্মহত্যা নয়। নুরুল ইসলামকে খুন করেছে। তবে এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানায় সুষ্ঠু তদন্ত করার জন্য। পুলিশের অভিমত মৃতদেহের ময়না তদন্তে রিপোর্ট হাতে আসলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য