স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর :বিদ্যুতের ছোবলে পশ্চিম আগরতলা থানার মহিলা পুলিশ কর্মীর স্বামীর মৃত্যু। ঘটনা শুক্রবার। প্রতিদিনের মতো টমটম চালিয়ে বাড়ি ফিরেছিলেন সুমন সরকার। ঘরের বাইরে টমটম চার্জ দেওয়ার সময় লক্ষ্য করেন শর্ট সার্কিট হচ্ছে। কিছুক্ষণ পর তিনি স্নান করে টমটমের সামনে যেতেই পা পিছলে পড়ে যান।
সাথে সাথে উঠে দাঁড়ানোর সময় টমটমে ভর দিতেই বিদ্যুতের সংস্পর্শে আসেন তিনি। বিষয়টি টের পেয়ে উনার ছেলে অলক সরকার সাথে সাথে তার বাবাকে ঝাপটে ধরার পর সেও বিদ্যুতের সংস্পর্শে আসে। কিছুক্ষণ পর দুজন মাটি থেকে উঠে ঘরে যায়। কিন্তু সুমন সরকার ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে একটি গাড়ি করে সুমনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।

