স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর :টি এস আর -এর সপ্তম ব্যাটেলয়নের মধ্যে এক জওয়ানের রহস্যজনক মৃত্যু। ঘটনা জম্পুইজলা সপ্তম ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারের ব্যারেকের মধ্যে। মৃত জওয়ানের নাম নরেশ কচ্ছপ। বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। ঘটনার পর মৃতদেহ নিয়ে আসা হয় জিবি হাসপাতালের মরে গিয়ে।
এ বিষয়ে ব্যাটালিয়নের এক আধিকারিক জানিয়েছেন, মৃত টি এস আর জওয়ানের নাম নরেশ কচ্ছপ। বয়স ৫৯। কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ ব্যারেকের মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে অন্যান্য জোয়ানরা আধিকারিকদের খবর দেন। তারা এসে নিয়ে আসে হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকের কাছ থেকে জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। মৃতদেহ ময়না তদন্তের পর বিমানে ঝাড়খন্ডে পাঠানো হবে। সেখানে উপস্থিত থাকবেন তার পরিবারের লোকজন।

