স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : আহত বিজেপি কর্মীদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায় এইদিন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার সভায় যাওয়ার সময় বিশ্রামগঞ্জ থানা এলাকায় তিপ্রা মথা কর্মীদের আক্রমণে আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। আহতদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে জেপি নাড্ডার সভা শেষে বাড়িতে ফিরে যাওয়ার সময় খয়েরপুর বাইপাস এলাকায় যান দুর্ঘটনায় আহত হয় ২২ জন বিজেপি কর্মী। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীদের দেখতে এইদিন সন্ধ্যায় জিবি হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। জিবি হাসপাতালে গিয়ে প্রতিমা ভৌমিক কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সাথে। আহত বিজেপি কর্মীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এবং আহত বিজেপি কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন।