স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : সোমবার খুমুলুঙে বিজেপি’র রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার জনসভা থেকে বাড়ি ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনায় আহত বাইশ জন। ঘটনা খয়েরপুর বাইপাস কালীতলা এলাকায়। আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা।
আহতরা গোলাঘাটী বিধানসভা কেন্দ্রের ৭ নং বুথের শ্যামনগর এলাকার বাসিন্দা। রানীবাজার ফায়ার স্টেশনের কর্মীরা জানায়, এদিন বিকালবেলা তারা খবর পায় বাইপাস কালিতলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় ঘটেছে। ঘটনাস্থলে এসে দেখে অনেকেই আহত হয়ে রাস্তায় পড়ে আছে। এর মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের সাথে সাথেই উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কা জনক বলে চিকিৎসকের ধারণা। আহতরা কেউই বলতে পারছে না দুর্ঘটনা কিভাবে ঘটেছে। তবে ধারণা করা হচ্ছে দুটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। আহত সকলে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। এদিকে ঘটনার খবর পেয়ে সভাস্থল থেকে বাড়ি যাওয়ার সময় মাঝ রাস্তা থেকে জিবি হাসপাতালে ছুটে আসেন এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। তিনি হাসপাতলের চিকিৎসকদের সাথে কথা বলে ঘটনা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি জানান আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কা জনক। তবে এসব ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।