Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যমহারাজা বীর বিক্রম কলেজ লেইককের সৌন্দর্যায়ন বৃদ্ধির ফলে অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে...

মহারাজা বীর বিক্রম কলেজ লেইককের সৌন্দর্যায়ন বৃদ্ধির ফলে অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর :আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ শহরের বিভিন্ন বিনোদন পার্ক সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে মহারাজা বীর বিক্রম কলেজ লেইককে নতুন করে সৌন্দর্য্যায়ণ বৃদ্ধি করা হয়েছে। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে।

শুক্রবার এমবিবি লেইক আধুনিকীকরণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এই উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়েছে। এটা আগরতলা শহরের অন্যতম জীববৈচিত্রের আশ্রয়স্থল বলা যায়। অর্নামেন্টাল গাছপালা বসিয়ে এই সৌন্দর্য বর্ধনের চেষ্টা করেছে সংশ্লিষ্ট দপ্তর। লেইকের আশেপাশে কংক্রিটের পথ, আলো, বেঞ্চ এবং ভাসমান প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এমবিবি লেইক সৌন্দর্য্যায়ণ বৃদ্ধির ফলে পর্যটকদের জন্য সুবিধা হবে এবং তাদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে এটা। ১২ হেক্টর জমি নিয়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। আগে এই এলাকার মধ্যে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংঘটিত হতো। এখন এ ধরনের অসামাজিক কার্যকলাপ এলাকায় সংঘটিত করতে চিন্তা করবে। তারপরেও একটি কমিটি গঠন করে দায়িত্ব নেওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, নবনির্মিত পার্কের ভেতরে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি রাখা হয়েছে। শিশুদের জন্য ভেতরে খেলার জায়গা রয়েছে। একই সাথে যোগা এবং প্রাতঃভবনের সুযোগ রয়েছে।

 মুখ্যমন্ত্রী আরও দাবি করেন পরিবেশের সঙ্গে সম্পর্ক রেখে এই পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, এ ধরনের পর্যটন কেন্দ্র দ্বারা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা পর্যটকদের মধ্যে কমবে। ত্রিপুরার রৌদ্রসাগর, নারিকেল কুঞ্জ, ডুম্বুর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ঘরে দেখলে রাজ্যের পর্যটকরা অনেক বেশি মুগ্ধ হবে। এতে করে রাজ্যের অর্থ রাজ্যের মধ্যেই থাকবে। না হলে একটা বড় অর্থ পর্যটনের জন্য রাজ্যের বাইরে ব্যয় করে আসে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে বলেন, গুজরাটকে মডেল করে তিনি গোটা দেশের উন্নয়ন করে চলেছেন। উনার দিশায় রাজ্য সরকারও কাজ করে চলেছে। আয়োজিত এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় কর্পোরেটর এবং আগরতলা স্মার্ট সিটির সিইও শৈলেশ কুমার যাদব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য