Friday, March 29, 2024
বাড়িরাজ্য১১ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন সিট্যুর

১১ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন সিট্যুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : শ্রমকোডে শ্রমিক স্বার্থ বিরোধী সমস্ত ধারা ও বিধি বাতিল করা, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১ হাজার টাকা করা, পেট্রোল, ডিজেল, সিএনজি গ্যাস ও নিত্য প্রয়োজনীয় সামগ্রিক মূল্য নিয়ন্ত্রণে আনা সহ ১১ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে সোমবার সি আই টি ইউ’র পক্ষ থেকে শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। বিক্ষোভ মিছিলের পর গণ ডেপুটেশন প্রদান করেন সি আই টি ইউ নেতৃবৃন্দ।

সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে জানান, সারা রাজ্যের জুড়ে জঙ্গলের রাজত্ব চলছে, নৈরাজ্য কায়েম করছে, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, শ্রমজীবী অংশের মানুষের কোন মর্যাদা নেই। শ্রমজীবী অংশের মানুষ দীর্ঘদিন ধরে রাজ্যের বঞ্চিত হয়ে আছে। তাদের মজুরি বৃদ্ধি করার কোন উদ্যোগ নেই সরকারের। তাই দাবি করা হচ্ছে পূর্বতন সরকারের আমলের মতো ছয় মাস অন্তর অন্তর শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। কারণ রাজ্যে সাড়ে চার বছরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি। একসাথে সাড়ে চার বছরের মজুরি বৃদ্ধি করতে হবে এবং বকেয়া টাকা বলে দাবি জানান তিনি। পাশাপাশি শ্রম কোডে শ্রমিক বিরোধী ধারা গুলি বাতিল করতে হবে। পাশাপাশি সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী রেগা মজুরি ৩৪০ টাকা এবং ২০০ এর কাজ প্রদান করার দাবি জানানো হচ্ছে। অপরদিকে পেট্রোল, ডিজেল ও সিএনজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে শ্রমিকরা বেকাদায় পড়ছে। তাই মূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়গুলি শ্রম- কমিশনারকে অবগত করার পর তিনি যদি কোন উদ্যোগ গ্রহণ না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে। এর জন্য ইতিমধ্যে আন্দোলনের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে হুশিয়ারি দেন তিনি। আরো বলেন, বর্তমান সরকার কাছ থেকে অর্জিত অধিকার পুনরুদ্ধারে দাবিতে মানুষকে সাথে নিয়ে লড়াই চলবে বলে জানান মানিক দে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য