স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : ঘরে পুলিশকে ঘুমে রেখে দুটি বাইক হাতিয়ে নিল চোরের দল। ঘুম ভাঙার পর চোখ চড়ক গাছ রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর সুদীপ কুমার দাসের পরিবারের। এই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে রাজধানীর রাজনগর দত্তবাড়ি এলাকায়।
জানা যায় রবিবার রাতে চোরের দল বাড়ি থেকে দুটি বাইক নিয়ে যায়। সোমবার সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনা প্রত্যক্ষ করে দিশেহারা হয়ে যায় পুলিশকর্মীর পরিবার। পুলিশকর্মীর পরিবারের লোকজনেরা জানায় ধারণা করা হচ্ছে রাত তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ চুরির ঘটনা ঘটেছে। কারণ রাত আড়াইটা পর্যন্ত পরিবারের লোকজনেরা সজাগ ছিল। চুরির অভিযোগ জানিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।