স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : সোমবার সকালে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সঙ্গে ছিলেন সহধর্মিনী মল্লিকা নাড্ডা। এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরের পূজো দিয়ে রাষ্ট্রীয় সভাপতি রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। রাষ্ট্রের সভাপতির সাথে এছাড়াও ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন রাষ্ট্রীয় সভাপতিকে দেখতে মাতাবাড়ি চত্বরে বিজেপির কর্মী সমর্থকদের ভীড় ছিল লক্ষণীয়।
এদিকে ৩০ বাগমা মন্ডলের উদ্যোগে সোমবার চাপাতলা শিব মন্দির সংলগ্ন জাতীয় সড়কের পাশে বিজেপি দলীয় কার্যকর্তারা হাতে প্লে-কার্ড নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে স্বাগত জানান। আংশিক সময়ের জন্য তিনি গাড়ি থেকে বের হয়ে কার্যকর্তাদের হাত নেড়ে অভিবাদন জানান। এতে দলীয় কার্যকর্তাও কর্মী সমর্থকরা ব্যাপক খুশি।