Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যমন্ত্রী বিধায়কদের সাথে বৈঠক রাষ্ট্রীয় সভাপতির

মন্ত্রী বিধায়কদের সাথে বৈঠক রাষ্ট্রীয় সভাপতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : ২০২৩ -এর নির্বাচনের আগে সংগঠন গোছাতে দুদিনের সফরে রাজ্যে এসেছেন ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি রাজ্যে এসে রবিবার দুপুরে স্টেট গেস্ট হাউসে মন্ত্রী বিধায়কদের সাথে সাংগঠনিক বৈঠক করেন। বৈঠকের আগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য মন্ত্রী বিধায়কেরা রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাকে উত্তরীয় পরিয়ে পুষ্পাস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

তারপর দীর্ঘক্ষণ চলে মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে দলীয় নেতৃত্বদের সাথে জেপি নাড্ডার বৈঠক। পরে বৈঠক হয় জনজাতি বিধায়ক এবং এম ডি সি -দের সাথে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, সোমবার খুমুলুঙে ভারতীয় জনতা পার্টির যে জনসভায় রয়েছে তাতে যাতে জনজাতি অংশের মানুষ যোগদান করে তার জন্য আহ্বান জানানো হয়েছে। এ সমাবেশে কোন বিরোধী রাজনৈতিক দল থেকে যোগদান করার মতো খবর এখন পর্যন্ত নেই বলে জানান মুখ্যমন্ত্রী। এবং এই জনসভা জনজাতি অংশের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই জনজাতি অংশের মানুষকে বলা হচ্ছে যাতে অবশ্যই এ সমাবেশে অংশগ্রহণ করে। মুখ্যমন্ত্রী এদিন আরো বুঝাতে চেয়েছেন যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির সভা তাই শরিক দল আই পি এফ টি -কে আমন্ত্রণ করা প্রয়োজন মনে করেন না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য