স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : ২০১৮ সালে বিজেপির যে ভীষণ ডকুমেন্ট ছিল, তার স্বপ্ন দলিল। কারণ যে সব প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছিল , সেই প্রতিশ্রুতি এখন সরকার পাত্তাই দিতে চাইছে না। এবং এর বিরুদ্ধে যাতে মানুষ প্রতিবাদ গড়ে তুলতে না পারে এবং সরকারের দুর্বলতা প্রকাশ্যে না আসে তার জন্য ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস গড়ে তুলেছে বিজেপি। তারপরেও যদি কেউ প্রতিবাদে এগিয়ে আসে, তাহলে টুটি টিপে ধরতে চাইছে তারা।
রবিবার ভানু স্মৃতি ভবনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুকলি মহাকুমার সম্মেলনে সরকারকে আক্রমণ করে এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। গত সাড়ে চার বছরের লক্ষ্য করা গেছে বিজেপি যা করছে সেটাই রাজ্যবাসীকে মেনে নিতে হচ্ছে। আর যদি তার বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করা হয় তাহলে আক্রমণ সংগঠিত হচ্ছে। এটাই ফ্যাসিস্ট সুলভ রাজত্ব। কিন্তু প্রশ্ন হল এভাবে কতদিন চলবে। তারপরেও যদি এই সরকারের উপর আস্থা রাখে তাহলে মানুষ আরো বেশি ঠকবে। কারণ পরিস্থিতি দিন দিন আরও বেশি খারাপ হবে। যেহেতু সাড়ে চার বছরে কিছু করতে পারেনি আর কয়েক মাসে আকাশটাকে মাটিতে নিয়ে আসতে পারবে না বলে অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা। তিনি আরো বলেন গত সাড়ে চার বছরে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা বেহাল হয়েছে। তাই নারীরা মানুষকে উজ্জীবিত করতে পারে। এবং সকলকে নিয়ে রাস্তায় নেমে এই বিজেপি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে। কারণ সরকার কিছুই করছে না। শুধু লুটের রাজত্ব চলছে গোটা রাজ্যে। তাই নারী সমিতিতে বড় ভুমিকা নিতে হবে আগামী দিনে। ঝুঁকি নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। না হলে এই পরিস্থিতির পরিবর্তন করা যাবে না বলে জানান শ্রী সরকার।
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা সংগঠনের নেত্রী ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা নেতৃবৃন্দ। প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য জানান, আগামী ১ নভেম্বর এবং ৩ নভেম্বর রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। তাই সম্মেলন সাফল্যমন্ডিত করতে আলোচনা হবে বলে জানান তিনি। আরো বলেন, আগামী দিনে রণকৌশল কি হবে সেটা সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত হবে। আয়োজিত সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।