Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যবাম উপজাতি ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল

বাম উপজাতি ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : ককবরক শিক্ষক নিয়োগের দাবিতে রবিবার টি এস ইউ -র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজধানীর মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে একটি মিছিল সংঘটিত হয়। টি এস ইউ -এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গত সাড়ে চার বছরে বেহাল দশায় পরিণত করেছে বর্তমান সরকার।

১৯৭৯ সালে সরকারি ভাষায় স্বীকৃত প্রাপ্ত ককবরক ভাষাকে দিন দিন বিলুপ্ত করে দেওয়ার প্রচেষ্টা চলছে। এর জন্য দায়ী শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর। তাই শিক্ষা মন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের কুম্ভ নিদ্রা ভাঙতে রবিবার এক বৈঠকে পর সিদ্ধান্ত হয় আন্দোলন সংগঠিত করার। সেই মোতাবেক আন্দোলনে নেমেছে টি এস ইউ। যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী এবং দপ্তরের ঘুম ভাঙবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আরো বলেন ২০১৮ সালের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল এডিসি এলাকায় মেডিকেল কলেজ এবং প্রত্যেক জেলা ও মহকুমায় স্কুল গড়ে তোলা হবে। সেই মিথ্যা প্রতিশ্রুতি গুলি পুনরায় আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে মনে করে দেওয়া হচ্ছে। যাতে সরকার প্রতিশ্রুতি গুলি পালন করে। না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ার দেন তিনি। আরো বলেন  রাজ্যের ছাত্র ছাত্রীদের সমস্যার সমাধান করতে সরকার যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ না করে তাহলে আগামী দিনে এ সরকারকে উচ্চশিক্ষা দপ্তর থেকে ফাইল গায়েবের মতোই গায়েব করে দেবে রাজ্যবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য