স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : রবিবার রাজ্য সফরে আসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার খুমুলুঙ-এ ভারতীয় জনতা পার্টি জন সভা অনুষ্ঠিত হবে। সভাকে কেন্দ্র করে খুমুলুঙ মোটরস্ট্যান্ড মাঠ সাজিয়ে তোলা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খুমুলুঙ যাওয়ার রাস্তার দুধারে লাগানো হয়েছে দলীয় পতাকা। বসানো হয়েছে ফেস্টুন।
সুদৃস্য তোরণে স্বাগত জানানো হবে রাষ্ট্রীয় সভাপতিকে। রবিবার এই জনসভার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। পরে তিনি এক সাক্ষাৎকারে জানান বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা ত্রিপুরার জাতি জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য যা যা বলার বলবেন সোমবারের সভায়। সভায় এমন কোন বক্তব্য রাখা হবে না, যা কারো ভাবাবেগে আঘাত করতে পারে। বিজেপি একটা সর্ব ভারতীয় দল। বিজেপি সকল অংশের মানুষকে সাথে নিয়ে চলতে চায়। তিনি আরও জানান ২০২৩ সালে কার সাথে কার লড়াই হবে সময় বলবে। তিনি আরো বলেন, বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা চেয়েছিলেন জনজাতিদের উদ্দেশ্যে সম্বোধন করতে, তাই সমাবেশের জন্য এডিসি-র সদর দপ্তর খুমুলুঙ-কে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি। জনসভায় ৩০ হাজার জনজাতি অংশের মানুষ অংশ নেবে বলে দাবি করেন বিজেপি নেতৃত্বরা।