স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর :আগরতলা থেকে খোয়াই ১০৮ (বি) জাতীয় সড়কে দুর্ঘটনা দিন দিন বেড়ে চলেছে। লেফুঙ্গা ও সিধাই থানার পুলিশের চরম উদাসীনতার কারণে এই দুর্ঘটনাগুলি বেড়ে চলেছে। বিগত কয়েক মাসে যান দুর্ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। লক্ষী পূজায় সন্ধ্যায় আবারো লেম্বুছড়া বাজারের নিচে ফিশারি কলেজের সামনে সুকুমার দেববর্মা নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের দাবি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পরে তার পরিবার এবং স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন দেখায়। দাবি জানায় ঘাতক গাড়ি এবং চালককে গ্রেফতারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ, লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সহ পুলিশ কর্মীরা। দীর্ঘ ৩ ঘন্টা চলে পথ অবরোধ। পরবর্তী সময় তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে স্থানীয় জনগণ। স্থানীয় জনগণ মনে করছে পুলিশের দুর্বলতার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। গত কয়েক মাস ধরে পুলিশের উদাসীনতা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যা নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে চরম ক্ষোভ।

