স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর : সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন সিবিসি-তে মৃত্যু এক মেঘলা চিতা বাঘের ছানার। রক্তাল্পতা জনিতে রোগে এই মেঘলা চিতা বাঘের ছানার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে মেঘলা চিতা বাঘের ছানার মৃত্যুর বিষয়ে জানান সিপাহীজলা অভয়ারণ্যের অধিকর্তা সিদ্ধার্থ দেববর্মা। তিনি জানান দেশের মধ্যে একমাত্র সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন সিবিসি-তে লুপ্ত প্রায় পশুর প্রজনন করা হয়।
সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন সিবিসি-তে দুইটি লুপ্তপ্রায় মেঘলা চিতা বাঘের ছানার জন্ম হয়। দুইটি মেঘলা চিতা বাঘের ছানা সুস্থ ও স্বাভাবিক ছিল। সম্প্রতি একটি মেঘলা চিতা বাঘের ছানা খাওয়া বন্ধ করে দেয়। সাথে সাথে পশু চিকিৎসকরা পরীক্ষা নিরিক্ষা করে জানতে পারে এই মেঘলা চিতা বাঘের ছানাটি রক্তাল্পতা রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছে। কিন্তু দুঃখের বিষয় মেঘলা চিতা বাঘের ছানাটিকে বাঁচানো যায় নি।

