স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর :সোমবার রাতে কাকড়াবন শালগড়া বিধানসভা কেন্দ্রের হদ্রা এলাকার কংগ্রেস কর্মী মফিজ মিয়ার উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী আর্জন আলী, কামরান হোসেন, সাফাতুল হোসেন অতর্কিত হামলা চালায়। ঘটনায় রক্তাক্ত হন তিনি। বর্তমানে মফিজ মিয়া টেপানীয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে মফিজ মিয়ার স্বাস্থ্যের খবর নেন। প্রতিনিধি দলে ছিলেন আর কে পুর ব্লক কংগ্রেস সভাপতি রনজিৎ দেবনাথ, ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক প্রশান্ত সিনহা। পরে এক সাক্ষাৎকারে পুলিশ প্রশাসনের কাছে অতিদ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানান জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। আক্রান্ত কংগ্রেস কর্মীর অভিযোগ আর্জন আলী একজন নেশা বিক্রেতা। গতকাল সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার নাগাদ দুই যুবক অভিযুক্তের কাছ থেকে ড্রাগস ক্রয় করতে যাওয়ার সময় বাধা দেওয়ায় এই সংঘবদ্ধ হামলা চালায়।

