স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট : শনিবার অমরপুর সরবং স্থিত শান্তি কালী আশ্রমের নব নির্মিত নাট মন্দির উদ্বোধন করেন আর এস এস প্রধান মোহন ভাগবত। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন শন্তি কালী মহারাজ চিত্ত রঞ্জন দেবর্বমা সহ অন্যান্যরা।
তাছাড়া এইদিন এই উদ্বোধনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেবর্বমা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক , সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, বিধায়ক রঞ্জিত দাস, মন্ত্রী প্রনজিত সিংহ রায় , মন্ত্রী রামপদ জমাতিয়া , বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন আর এস এস প্রধান মোহন ভগবত মন্দিরে প্রবেশ করে যজ্ঞ করেন। তারপরে ফিতা কেটে নবনির্মীত নাট মন্দিরের শুভ উদ্বোধন করেন তিনি। শেষে সকলের উদ্দেশ্যে ভাষন দেন তিনি।