স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর :রাবার বাগানে গণধর্ষণের শিকার তরুণী গৃহবধূ। অভিযুক্ত দুইজনের নাম জয় ত্রিপুরা ও মিঠুন ত্রিপুরা। তাদের বাড়ির পাইখলায়। গৃহবধূর অভিযোগ, তিনি রাবার বাগানের যাওয়ার পর তাকে জয় ত্রিপুরা এবং মিঠুন ত্রিপুরা মিলে গণ ধর্ষণ করেছে। পরবর্তী সময়ে তিনি বাড়ি ফিরে বিষয়টি স্বামীকে জানান।
তারপর অভিযুক্তরা বাড়ি এসে তার স্বামীকে মারধর করে। পরবর্তী সময় ন্যায়ায় চাইতে বিলোনিয়া মহিলা থানায় গেলে পুলিশ বিষয়টি কোনো রকম গুরুত্ব দেয়নি। শুধু তাই নয়, পুলিশ তরুণী গৃহবধূর কাছ থেকে স্বাক্ষর নিয়ে পঞ্চায়েতে এসে মীমাংসা করার জন্য পরামর্শ দেন। তরুণী গৃহবধূ বিলোনিয়া মহিলা থানার পুলিশের কাছে জানান তিনি বিষয়টি মীমাংসা করতে চান না। তিনি অভিযুক্তদের শাস্তি চায় বলে থানায় এসেছেন।
কিন্তু পুলিশ কোনরকম গুরুত্ব দেয়নি তরুণী গৃহবধুর কথায়। শেষ পর্যন্ত বাড়ি ফিরে আসেন গৃহবধূ। খবর লেখা পর্যন্ত বিলোনিয়া মহিলা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করবে তো দূরের কথা, একবারের জন্য বাড়িতে এসে গৃহবধূর খোঁজখবর নেয়নি গৃহবধুর। এই ঘটনায় প্রশ্ন উঠে পুলিশের ভূমিকা নিয়ে। মন্ত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে দাবি করেন রাজ্যে মহিলাদের নিরাপত্তার জন্য মহিলা থানা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু মহিলা থানায় গিয়ে যদি মহিলারা বিচার না পায়, তাহলে কতটা সাফল্য মিলছে মহিলা থানা স্থাপন করে? এই প্রশ্ন আমজনতার! শুধু মহিলা থানার ফিতা কেটেই কি দায় এড়াতে বদ্ধপরিকর সরকার?

