Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যরাজ্য জুড়ে আন্দোলনে নামার ডাক দিল প্রদেশ মহিলা কংগ্রেস

রাজ্য জুড়ে আন্দোলনে নামার ডাক দিল প্রদেশ মহিলা কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর :নারী সংক্রান্ত অপরাধ রুখতে, নেশার বিরুদ্ধে এবং মহিলা শ্রমিকদের স্বার্থে আসন্ন দীপাবলির পর থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নামার ডাক দিল প্রদেশ মহিলা কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্য জুড়ে আন্দোলনে নামার এই ঘোষণা দিয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ জানান, রাজ্যে নারী গঠিত অপরাধের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তার প্রধান কারন নারী গঠিত অপরাধের সাথে যারা যুক্ত তারা অতি সহজে ছাড়া পেয়ে যাচ্ছে। অপরাধীরা সহজে ছাড়া পেয়ে যায় বলে এই সকল ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। অপরাধীরা অপরাধ করে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। তাই নারী গঠিত অপরাধের ক্ষেত্রে নির্যাতিতা যেন থানায় গিয়ে মামলা করা থেকে সকল ধরনের প্রশাসনিক সহায়তা পায় তার ব্যবস্থা করতে হবে। ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি নেশার বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে।

 তাই নেশা বাণিজ্য রোধে রাজনৈতিক পরিচয় বিচার না করে নেশা কারবারিদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি। একই সাথে কর্মক্ষেত্রে নারী ও পুরুষদের সমান কাজে সমান মজুরি প্রদানের দাবি জানান। মাইক্রো ফাইনান্স থেকে ঋন নিয়ে যে সকল মহিলারা ঋনের কিস্তি দিতে ব্যর্থ হচ্ছে। তাদেরকে এক কালিন ঋন মুকুব করারও দাবি জানান প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী। পাশাপাশি তিনি জানান এই সকল দাবিগুলিকে সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে দীপাবলি উৎসবের পর থেকে সবগুলো জেলায় মহিলাদের একত্রিত করে আন্দোলন সংগঠিত করা হবে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য