স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট : বন্যার কবল থেকে রক্ষা পেতে তিন মাস পর শনিবার আবারো বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে কৈলাসহরের সোনামাড়া, দূর্গাপুর এলাকাবাসী রাস্তা অবরোধে শামিল হয়। এদিন পাইতুরবাজার-সোনামাড়া রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা জানায়, ২০১৮ সালে কৈলাসহর বিমানবন্দরে পাশে বাঁধ ভেঙ্গে যায়।
ফলে মনু নদীর জলে সাতটি এলাকা প্রায় দশদিন জলমগ্ন ছিল। এলাকাটি জলমগ্ন হওয়ার কারণ বাঁধের পাশে কিছু অসাধু ব্যবসায়ীরা বালু তুলে বাঁধের উপর দিয়ে লরি দিয়ে বালু নেওয়ায় বাঁধের অনেক জায়গা ভেঙে নদী গর্ভে চলে গেছে। ফলে এলাকাবাসী ২০১৮ সালের দুঃস্বপ্ন ফের দেখছে। এলাকাবাসীরা গত তিনমাস আগেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলো, এবং প্রশাসনিক আধিকারিকের কাছে দাবি জানিয়েছিল অবিলম্বে বালু তোলা বন্ধ করতে হবে, বাঁধের উপর দিয়ে ভারী গাড়ি যাতায়াত বন্ধ করার জন্য। সেই মোতাবেক প্রশাসনের পক্ষ বালু তোলা বন্ধ করা হয়। কিন্তু গত এক সপ্তাহ ধরে ফের বালুর ব্যবসায়ীরা লরি দিয়ে বালু নেওয়া শুরু করেছে। এলাকাবাসীর নজরে আসার ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে বলে জানায় বিক্ষোভকারীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রশাসনিক কর্মীরা। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।