স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট : বাঁশ করুল কুড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু জনজাতি মহিলার। ঘটনা কল্যাণপুর উত্তর ঘিলাতলী এ ডি সি ভিলেজের লক্ষচন্দ্রপাড়া এলাকায়। জানা যায়, সাত সকালে কল্যাণপুর থানা এলাকার উত্তর ঘিলাতলী এডিসি ভিলেজের লক্ষচন্দ্রপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় এক বালাতী দেববর্মা নামে এক জনজাতি মহিলা। এদিন তিনি জঙ্গলের বাঁশ করুল কুড়াঁতে গিয়েই এই বিপত্তি ঘটে।
লক্ষচন্দ্রপাড়া এমনিতেই হাতির তাণ্ডবে দিশেহারা মানুষ। হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতেই গ্রামের ব্যক্তি নিজের রাবার বাগানে বিদ্যুতের তার টেনে রাখে। সেই পথেই জনজাতি মহিলা বাঁশ করুল সংগ্রহ করতে যাওয়ার পথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। মৃত মহিলার নাম বালাতী দেববর্মা। বাড়ি – কল্যানপুর থানা এলাকার লক্ষচন্দ্রপাড়ায়। সাথে থাকা সবিতা দেব্বর্মা নামে অন্য মহিলা ঘটনা প্রত্যক্ষ করে আশেপাশের লোকজনদের খবর দিলে মহিলাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মহিলাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে।