স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর : বস্তা ভর্তি পচাগলা মৃতদেহ উদ্ধার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ফরেন্সিক টিম। জানা যায়, শনিবার রাতে পরিত্যক্ত এক ঘর থেকে বস্তা ভর্তি অবস্থায় উদ্ধার হয় এক গৃহবধূর মৃতদেহ, আর সেই ঘটনাকে ঘিরে মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের মনে সন্দেহ জন্মায়। সঙ্গে সঙ্গে খবর দেয় তেলিয়ামুড়া থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিমের উপস্থিতিতে বস্তাটি খোলার পর উদ্ধার হয় এক গৃহবধূর পচাগলা দেহ।মৃতার বাবার নাম রতন চন্দ্র মোদক। তিনি রাজনগর এলাকার বাসিন্দা। তিনি ঘটনাস্থলে এসে মেয়ের দেহ শনাক্ত করেন। তিনি জানান, মৃতার নাম শর্মিষ্ঠা মোদক। বয়স ৩৬। মেয়ের বিয়ে হয়েছিল কাঞ্চনপুরের বাসিন্দা গৌতম বণিকের সঙ্গে।
কিন্তু পরবর্তীকালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর কিছুদিন পর সে গোপাল মোদক নামে এক যুবকের সঙ্গে পুনরায় বিবাহ করে এই বাড়িতে বসবাস শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি হত্যাকাণ্ড। পুলিশ জানায় মৃতার স্বামী সহ একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করা হচ্ছে। ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে। রক্তের দাগ, কাপড়ের টুকরো, আঙুলের ছাপ সহ সম্ভাব্য অপরাধ সংক্রান্ত চিহ্ন পরীক্ষা করা হচ্ছে। রবিবার দুপুরে মৃত যেন ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা খুন। পুলিশ যাতে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে।

