স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫ অক্টোবর : দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, বিহার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিল নির্বাচন কমিশন। রবিবার সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিলেন, আগামী ২২ নভেম্বরের মধ্যে বিহার নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
দু’দিনের সফরে পাটনা এসেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। খতিয়ে দেখছেন নির্বাচনের প্রস্তুতি পর্ব। শনিবার সেখানেই সাংবাদিক বৈঠক থেকে কমিশনার বলেন, “২২ নভেম্বরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে যা যা করনীয় সবটাই করা হবে।” একইসঙ্গে জানান, “কোনও বুথেই ১২০০ জনের বেশি ভোটার থাকবে না। ভোটের ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। বিহারে ২৪৩টি বিধানসভা নির্বাচন। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন হয়ে যাবে বিহারে।” উলেখ্য, বর্তমান বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। নিয়মমতো তার আগেই শেষ করতে হয় নির্বাচন প্রক্রিয়া। সেইমতো রাজ্যে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

