স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট : শনিবার অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশন রাজ্য পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সুখজিন্দর সিং মহেশ্বরী সহ- রাজ্য পরিষদের নেতৃত্বরা। বৈঠকে আলোচনা হয় রাজ্যের বর্তমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে। বিশেষ করে বেকারত্ব বৃদ্ধি এবং নেশা সাম্রাজ্য গড়ে উঠার প্রসঙ্গে এ দিন আলোচনা হয় রাজ্য পরিষদের নেতৃত্বদের মধ্যে।
সর্বসম্মতি কমে সিদ্ধান্ত হয় আগামী অক্টোবর এবং নভেম্বর মাস আট দফা দাবিতে রাজ্যে আন্দোলন কর্মসূচি সংঘটিত করার। এর মধ্যে মূলত দাবি থাকবে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা এবং নেশা মুক্ত ত্রিপুরা গড়তে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। এদিন বৈঠকের পর কৃষ্ণনগর ঠাকুর পল্লী স্থিত সিপিআই রাজ্য দপ্তর জুনুদাস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তুলে ধরেন রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি, যুগ্ম সম্পাদক সত্যজিৎ রিয়াং, সহ-সম্পাদিকা সুস্মিতা নন্দী প্রমুখ।