Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যপাতাল কন্যাকে নিয়ে আবারও রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ, কাঁদান গ্যাস, আহত ৬

পাতাল কন্যাকে নিয়ে আবারও রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ, কাঁদান গ্যাস, আহত ৬

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাতাল কন্যা সভায় উপস্থিত থাকবে শুনে রণক্ষেত্র সৃষ্টি হল উপ মুখ্যমন্ত্রীর বিধানসভায় কেন্দ্র। এদিন সকাল দশটা থেকে চড়িলাম রঙমালা ভিলেজের রামনগর সড়ক অবরোধ করে বসে জনজাতি মহিলারা। পুলিশ এবং আধা সামরিক বাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ঘটনাস্থলে ছুটে গেলেন স্থানীয় বিধায়ক তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। উল্লেখ্য, শুক্রবার চড়িলাম বিধানসভা কেন্দ্রের হেরমা কমিউনিটি হলে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার এক সভার আয়োজন করা হয়। কিন্তু সভার আগে জনজাতি মহিলারা হেরমা যাওয়ার রাস্তা রঙমালা ভিলেজের রামনগর সড়ক অবরোধ করে বসেন।

 তাদের বক্তব্য এই সভায় বিজেপি-র সহ-সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া অংশ নেবেন বলে খবর। এই নিয়েই আপত্তি জানান মহিলারা। তাদের দাবি এই সভায় অংশ নিতে হেরমা কমিউনিটি হলে যেতে পারবে না প্রদেশ সহ সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া। রাস্তা অবরোধের খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান এডিশনাল এস পি রণদীপ দেববর্মা, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, ডিসিএম সহ টিএসআর, সিআরপিএফ জওয়ান। ঘটনাস্থলে উপস্থিত জনজাতি মহিলাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারা পুলিশের কথা শুনতে নারাজ ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই পথ অবরোধ। এদিকে ঘটনার জের গড়ায় হেরমা কমিউনিটি হল পর্যন্ত। অভিযোগ বিজেপি-র কর্মী সমর্থক হেরমা কমিউনিটি হলে সভার জন্য সমবেত হলে বাইরে থেকে আক্রমণ চালানো হয়। ছোড়া হয় ইট। এই ক্ষেত্রে অভিযোগের তীর তিপ্রা মথার কর্মীদের বিরুদ্ধে। এদিকে খবর পেয়ে ছুটে যান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। উপমুখ্যমন্ত্রী গাড়িও ঘিরে ফেলে জনজাতি মহিলারা। তিনি আশ্বস্ত করেন পাতাল কন্যা সভায় উপস্থিত থাকবেন না। কিন্তু তারপরেও জনজাতি মহিলারা উপমুখ্যমন্ত্রী কথার উপর আস্থা রাখতে পারে নি। পুলিশ উপমুখ্যমন্ত্রীকে ঘটনাস্থল থেকে কোনক্রমে উদ্ধার করে নিরাপদে ফেরত পাঠান। কালো পতাকা দেখিয়ে পাতাল কন্যা গো ব্যাক স্লোগান লাগাতার তুলতে শুরু করে। অবশেষে সেখান থেকে চলে যান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। একটা সময় পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে পড়ে। দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। আহত হয় দুই পক্ষের ৬ জন কর্মী সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শূন্যে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। মৃদু লাঠি চার্জ করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে টি এস আর এবং সি আর পি এফ জওয়ান। তবে এদিনের পথ অবরোধ এবং আক্রমণের ঘটনার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে অভিমত রাজনৈতিক মহলের। তবে পাতাল কন্যাকে ঘিরে রাজ্য রাজনীতিতে ভিলেজ কমিটির নির্বাচনের আগে ক্রমাগতি উত্তপ্ত হয়ে উঠায় বিজেপি দলে কালো মেঘ ঘনীভূত হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য