Monday, March 17, 2025
বাড়িরাজ্যসরকারি কর্মীদের ভূমিকায় অতিষ্ঠ হয়ে আন্দোলনে সামিল বিধায়ক, কাউন্সিলর সহ মন্ডল সভাপতি

সরকারি কর্মীদের ভূমিকায় অতিষ্ঠ হয়ে আন্দোলনে সামিল বিধায়ক, কাউন্সিলর সহ মন্ডল সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট :  বিদ্যুৎ চপলতায় অতিষ্ঠ হয়ে প্রতিবাদে সরব হলেন খোদ শাসক দলের বিধায়ক থেকে শুরু করে মন্ডল সভাপতি এবং কাউন্সিলররা। ক্ষোভ উগড়ে দেন বিদ্যুৎ নিগমের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগর বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তিনি। দপ্তরের আধিকারিক এর কাছে গণডেপুটেশন প্রদান করা হয়। বিধায়ক অভিযোগ তুলে বলেন, বিদ্যুৎ বিভ্রাটের ফলে স্কুল, কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস আদালতে কাজকর্মে ব্যাঘাত ঘটছে। অসুস্থ হয়ে পড়ছেন প্রবীণ নাগরিকরা।

 বিদ্যুৎ কর্মীদের কাজের গাফিলতি চরমে উঠেছে, এমনকি বিদ্যুৎ সমস্যা দেখা দিলে বিদ্যুৎ কর্মীদের ডেকে পাওয়া যাচ্ছে না। এর জন্য বিদ্যুৎ নিগমের কতিপয় কর্মচারীকে এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী করেন এবং আগামী দিনে যেন ধর্মনগর শহর পার্শ্ববর্তী এলাকায় এরূপ বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, এর জন্য দাবি জানান। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যাবে বলেও হুমকি দেন তিনি। তিনি আরো বলেন সরকার চাইছে সম্পূর্ণ লোডসিডিং ফি বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য। কিছু সি পি আই এম মানসিকতা সম্পন্ন কর্মচারী সরকারকে কালিমা লিপ্ত করতে মানুষকে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলছে। এমনকি বিধায়ক এদিন বিদ্যুৎ বিলের অনিয়ম নিয়ে অভিযোগ তুলেন। তিনি বলেন এ বিষয়গুলি দপ্তরের আধিকারিকদের নজরে নেওয়া হয়েছে। সমস্যা গুলি দ্রুত সমাধান করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। ডেপুটেশন প্রধানকালে এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ, পুর পরিষদের সমস্ত কাউন্সিলর সহ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির সমর্থকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য