স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ মহিলাদের জন্য রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যাতে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করছে সরকার। পড়াশুনার পাশাপাশি খেলাধূলার প্রতি জোর দিতে হবে। তাহলে রাজ্য এবং দেশের উন্নয়ন হবে। শুক্রবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়েছে।
কিন্তু এখনো একটা বড় অংশের যুবক যুবতীরা নেশায় আসক্ত হচ্ছে। যুবতীদের ক্ষেত্রেও এই প্রবণতা কম নয়। এটা সামাজিক অবক্ষয়। এর থেকে রাজ্যকে বের করে আনতে হবে। তাই সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন এসেছে। আগে ইংরেজী মাধ্যম স্কুল বলতে সবাই শিশু বিহার স্কুলকে বুঝত। এখন ১০০ টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনে ইংরেজী মাধ্যমে উন্নতি করা হয়েছে। মাতৃভাষার সঙ্গে ইংরেজী বিষয়ে শিক্ষা গ্রহণ আবশ্যক বলে জানান তিনি। জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জ ছাড়া কোন দিন কেউ পরিপূর্ণ হতে পারে না। ভয় পেলে চলবে না। স্কুল জীবন হচ্ছে নিজেদের গড়ার সময়। আজকের ছাত্র ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। মেয়েরা সর্ব স্তরে সাফল্য পাচ্ছে। খেলাধূলার মাধ্যমে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। এতে পড়াশুনার ক্ষেত্রে সহায়ক হবে বলে জানান তিনি। একই সঙ্গে ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন শৃঙ্খলা পড়ায়ন হিসাবে চলতে। তাই লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে বার্তা দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন স্কুলের কৃতি ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।