Monday, March 17, 2025
বাড়িরাজ্যশহরে দুই বাড়িতে চোরের হানা

শহরে দুই বাড়িতে চোরের হানা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : বৃহস্পতিবার রাতে পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। ঘটনা রাজধানীর জয়নগর ৬ নং রোড এলাকায়। এদিন পুলিশকর্মী বাড়ির পাশাপাশি এলাকার আরো এক বাড়িতে চুরের দল হানা দেয়। একটি বাড়ি থেকে সামগ্রী লুটপাট করতে সক্ষম হলেও, অপর বাড়ির গৃহকর্তী সতর্ক হতেই শুন্য হাতে ফিরে যেতে হয় চোরেদের। জানা যায় বৃহস্পতিবার রাতে জয়নগর ৬ নং রোড এলাকার গৌড় নারায়ন ধর এবং মনি লাল দাস এর বাড়িতে চোরেরা হানা দেয়।

রাতে গৌড় নারায়ন ধরের স্ত্রী ঘড়ে চোর প্রবেশের বিষয়টি টের পেয়ে যায়। তার চিৎকারে সজাগ হয় স্বামী। বাড়ি ঘর তন্ন তন্ন করে খুঁজেও চোরের সন্ধান পায়নি। পরে দেখতে পান বাড়ির দোতলার জানালার গ্রীল ভেঙ্গে ঘড়ের ভেতর প্রবেশ করে তারা। সেই পথ ধরেই আবার পালিয়ে যায়। ছুটে যান বটতলা ফাঁড়িতে। বহু ডাকাডাকি করেও কোন সদুত্তর পাননি বলে অভিযোগ। বাধ্য হয়ে পশ্চিম থানায় অভিযোগ জানান। ঘটনাস্থলে যায় পশ্চিম থানার পুলিশ। একটি সামগ্রী উদ্ধার করে নিয়ে যায়। গৃহকর্তা গৌড় নারায়ন ধর জানান তার আলমারি ভাঙ্গার চেষ্টা হয়েছিল। কিন্তু তাতে সফল হয়নি চোরেরা। অফিসের ব্যাগ লন্ড ভন্ড করে রেখে যায়। এদিকে শুক্রবার সকালে কর্তব্য শেষে বাড়ি ফেরেন পার্সবর্তি বাড়ির ভাড়াটিয়া মনি লাল দাস। তিনি পুলিশে কর্মরত। খয়েরপুর ফাঁড়িতে কর্তব্যরত আছেন। বাড়ি ফিরে দেখেন ঘর তছনছ করে সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা। মনিলাল দাস জানান দরজা ভেঙ্গে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৬০ হাজার টাকার সামগ্রী চুরি গেছে বলে জানান তিনি। দুটি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য