Monday, March 17, 2025
বাড়িরাজ্যরোগীর পরিজনদের মারধরের ঘটনায় আই এম হাসপাতালে চাঞ্চল্য

রোগীর পরিজনদের মারধরের ঘটনায় আই এম হাসপাতালে চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : আই জি এম হাসপাতালে রোগী নিয়ে আসা দুই যুবককে মারধর করল দুই বেসরকারি নিরাপত্তা কর্মী এবং টি এস আর জওয়ানরা বলে অভিযোগ। জানা যায় বৃহস্পতিবার রাতে আইজিএম হাসপাতালে ভাইয়ের স্ত্রীর প্রসব হওয়ায় দেখতে আসে চড়িলামে বাসিন্দা লিটন দত্ত।

 তখন লিটনের ভাই সুশান্ত দত্ত নাকি মোবাইল ফোনে ভিডিও করছে, এমনটাই অভিযোগ তুলে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে লিটনকে বেধড়ক মারধোর শুরু করে নিরাপত্তা কর্মীরা। বিষয়টি প্রত্যক্ষ করে দুজন টিএসআর জওয়ান ছুটে এসে ঘটনার নিষ্পত্তি না করে লিটনকে লাথি দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। ঘটনায় রক্তাক্ত হয় লিটন। লিটন এবং সুশান্ত দুজনের দাবি পুলিশ যদি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। ঘটনায় হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য