স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীরা ককবরক ভাষায় পড়াশুনা করার সুযোগ পাচ্ছে না। ছাত্র-ছাত্রীরা যখন বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম পূরণ করতে যাচ্ছে, তখন জানতে পারছে ককবরক বিষয় নেই বিদ্যালয়ে। এ বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরে অধিকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। শুক্রবার ছাত্র যুব ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান টি এস ইউ -র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। জনজাতি দরদী বলে যারা গত চার বছর অতিক্রান্ত করেছে, তাদের নগ্নতা এখন প্রকাশ্যে আসছে।
এর তীব্র বিরোধিতা করে টি এস সি। পাশাপাশি দশরথ দেব মেরিড অ্যাওয়ার্ড হিসেবে পূর্ববর্তন সরকারের আমলে ১০ হাজার টাকা দেওয়া হতো। সেই অ্যাওয়ার্ড এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে জনজাতি কল্যাণ সমিতিতে ডেপুটেশন প্রদান করে পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি জনজাতি অংশের ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে যে স্টাইপেন্ড প্রদান করা হয়, সেটা নিয়মিত প্রদান করা হয় না। তাই এই বিষয়েও দাবি জানানো হয়েছে। শহরে বোধজং স্কুলের হোস্টেলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন নানা সমস্যায় জর্জরিত। জনজাতির ছাত্র-ছাত্রীরা এই হোস্টেলে পড়াশোনা করার মতো অবস্থা নেই। জনজাতি অংশের ছাত্র ছাত্রীদের এ ধরনের বঞ্চনার বিরুদ্ধে আগামী দিনে টিএসইউ বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ার সুজিৎ ত্রিপুরা।