Sunday, March 23, 2025
বাড়িরাজ্যপুলিশের সদর কার্যালয় ঘেরাও করলো বামেরা

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করলো বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : শুক্রবার সি.পি.আই.এম পশ্চিম জেলা কমিটির সদস্য বিপদ বন্ধু ঋষি দাসের উপর দুর্বৃত্তদের আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদে এদিন সন্ধ্যায় পুলিশের সদর কার্যালয় ঘেরাও করলো সিপিআইএম -এর কর্মী সমর্থক। বিক্ষোভস্থলে উপস্থিত সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস জানান, শুক্রবার দুপুরে ৪০ থেকে ৫০ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সদস্য বিপদ বন্ধু ঋষি দাসের উপর ভয়াবহ আক্রমণ সংগঠিত করেছে। এছাড়াও গত কয়েকদিনে জিরানিয়া, দক্ষিণ জয়নগর সহ শহরের বিভিন্ন এলাকায় বিজেপি দুর্বৃত্তরা বিরোধী দলে কর্মী সমর্থকদের উপর প্রাণঘাতী হামলা সংঘটিত করেছে। এ নিয়ে বহুবার পুলিশে আধিকারিকদের দ্বারস্থ হয়েছে সিপিআইএম নেতৃবৃন্দ। কিন্তু এখন পর্যন্ত কোন দুর্বৃত্ত গ্রেপ্তার হয়নি। রাজ্যে আইনের শাসনের অপমৃত্যু হয়েছে বলে সমালোচনা করেন রতন দাস। তিনি জানান আজকে পুনরায় পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে এ সন্ত্রাসে বিরুদ্ধে জবাব চাওয়া হয়েছে। কারণ জনগণের জীবন, সম্পত্তি রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য শপথ নিয়েছে পুলিশ। কিন্তু পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন না করে, সমাজবিরোধীদের হাতে ছেড়ে দিয়েছে রাজ্যটাকে। এর তীব্র নিন্দা জানানো হয় বলে জানান তিনি।

পরবর্তী সময় একটি প্রতিনিধি দল পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানান দুর্বৃত্তদের গ্রেফতার করে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত করা হয়। পুলিশ সুপার আশ্বস্ত করেছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। পুলিশ সুপারের কাছ থেকে আশ্বাস পেয়ে জেরাও প্রত্যাহার করে সি পি আই এম কর্মী সমর্থকরা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, সিপিআইএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলী,  মহকুমা সম্পাদক নারায়ণ দেব এবং সমর রায় সহ পাঁচজনের প্রতিনিধি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য