স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : ২৮ আগস্ট দুই দিনের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলের পক্ষ থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি। রাজ্য সফরকালে তিনি একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ২৮ আগস্ট সকাল ১১ টা থেকে ১১ টা ১৫ মিনিটের মধ্যে তিনি বিশেষ বিমানে এম বি বি বিমান বন্দরে আসবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ বিজেপির অফিস সহ সম্পাদক সমরেন্দ্র দেব। এদিন রাজ্যে এসে বিমান বন্দর থেকে তিনি চলে যাবেন উদয়পুরের মাতার বাড়িতে। মাতার বাড়িতে পুজো দিয়ে তিনি আগরতলায় ফিরে আসবেন। আগরতলায় আসার পর রাজ্য অতিথি শালায় প্রদেশ বিজেপির অফিস বিয়ারার ও বিভিন্ন মোর্চার পদাধিকারিদের সাথে বৈঠক করবেন। তারপর ধাপে ধাপে তিনি প্রথমে বিজেপির জনজাতি বিধায়ক ও এম ডি সি, পরে বিজেপির মন্ত্রী বিধায়কদের সাথে বৈঠক করবেন। পরের দিন অর্থাৎ ২৯ আগস্ট সকালে তিনি আই পি এফ টি দলের বিধায়কদের সাথে বৈঠক করবেন। তারপর তিনি সাংবাদিক সম্মেলন করবেন। সাংবাদিক সম্মেলন শেষে তিনি খুমুলুঙে চলে যাবেন। সেখানে জনসভায় ভাষণ দেবেন। তারপর তিনি আগরতলায় ফিরে এসে রাজ্য ত্যাগ করবেন। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।