স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে চমক দেখাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার বিকালে রাজ্য সফরে এলেন পঞ্চায়েত রাজ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবং সংখ্যা লঘু কল্যাণ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। এইদিন বিকালের বিমানে তারা রাজ্যে আসেন। এমবিবি বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা।
জানা যায় রাজ্য সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা একাধিক সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এইদিন এমবিবি বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জানান ত্রিপুরা রাজ্যে ৩০ বছরে যে কাজ হয়নি, বিগত চার বছরে ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে সেই কাজ হয়েছে। সেই কাজের পর্যালোচনা করা এবং সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি রাজ্য সফরে এসেছেন। তিনি আরও জানান প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা আগে ঘর পায়নি, তাদেরকে বর্তমানে ঘর দেওয়া হয়েছে।
এদিকে প্রদেশ বিজেপি কার্যালয়ে বৃহস্পতিবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডার সফর ঘিরে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকাই, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্য প্রভারী বিনোদ সোনকর, আসাম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।