স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : বৃহস্পতিবার সি পি আই এম রাজ্য দপ্তরে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুরা রাজ্য কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সি পি আই এম -এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, পুলিটব্যরোর সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা। বৈঠকে এদিন আলোচনা হয় রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং সংগঠনের অবস্থান নিয়ে।
সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন এবং বিধানসভার নির্বাচন। কারণ পাহাড়ে দলের অস্তিত্ব রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বামেদের। বিগত এডিসি নির্বাচনে দল পাহাড়ে অস্তিত্ব রক্ষা করতে পারিনি। আগামী দিনে বিজেপি এবং তিপ্রা মথাকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে কাজ এবং খাদ্যের দাবি সামনে রেখে বিভিন্ন আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে সন্ত্রাসকে মোকাবিলা করে দলের কর্মীদের ধরে রাখা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে শীর্ষ নেতৃত্বদের। আর কর্মীদের দিয়ে মানুষের কাছে পৌঁছে ঐক্যবদ্ধ করে লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।