স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : সন্ত্রাস বন্ধ করতে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে সি পি আই এম -এর প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করার ২৪ ঘণ্টার মধ্যে আবারো আক্রান্ত এক সিপিআইএম -এর যুব কর্মী। ঘটনা রাজধানীর দক্ষিণ জয়নগর এলাকায়। আহত কর্মীর নাম সুখেন ঘোষ। অভিযোগের তীর শাসক দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে। জানা যায়, আক্রান্ত সিপিআইএম কর্মী সুখেন ঘোষ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে অটো নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় শাসকদলের দুর্বৃত্তরা রাস্তায় আটক করে বিজেপিতে যোগদান করার জন্য বলে।
কিন্তু সুখেন অনীহা প্রকাশ করলে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। আবার হুঁশিয়ার দিয়ে বলে যদি বিজেপি’তে ইতিমধ্যে যোগদান না করে তাহলে তাকে প্রানে মেরে ফেলবে। পরবর্তী সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের লোকজনেরা জিবি হাসপাতালে নিয়ে আসে সুখেনকে। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে সুখেন। এদিনের আক্রমণের ঘটনায় নেতৃত্ব দেওয়া বিজেপি কর্মী গনু রক্ষিত সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানা যায়। আক্রান্ত ব্যক্তির স্ত্রীর কাছ থেকে আরো জানা যায়, যারা এদিন সুখেনকে রক্তাক্ত করেছে তারা প্রতিনিয়ত সুখেনের পরিবারে লোকজনদের রাস্তা পেয়ে বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়ে আসছিল। তারা জানিয়ে দেয় যদি সুখেন সিপিআইএম না ছাড়ে তাহলে পরিণাম ভালো হবে না। এবং এর আগেও বহুবার সুখেনের বাড়িতে আক্রমণের ঘটনার সংঘটিত হয়েছে বলে অভিযোগ তার স্ত্রীর। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান বাম ছাত্র এবং যুব নেতারা। আক্রান্তের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের দাবি জানায়।