Sunday, March 16, 2025
বাড়িরাজ্যআবারো কাট আউট চুরির ঘটনা বহু এলাকায়

আবারো কাট আউট চুরির ঘটনা বহু এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : দশ দিনের মাথায় পুনরায় কাট আউট চুরি করে নিয়ে গেল নিশি কুটুম্বের দল। গত ১৫ আগস্ট এয়ারপোর্ট থানাধীন বড়জলা থেকে উষা বাজার পর্যন্ত বিদ্যুতিক খুঁটি থেকে বহু কাট আউট চুরি করে নিয়ে যায় চোরের দল। কিন্তু সেই ঘটনার কোন কিনারা করতে পারেনি এয়ারপোর্ট থানার পুলিশ। চুরেরা যে পুলিশের চোখে ধুলো দিয়ে আবারো চ্যালেঞ্জ ছুঁড়ে দেখাবে সেটা হয়তো জানা ছিল না পুলিশের।

 বুধবার রাতে চুরির ঘটনা সংঘটিত করে এয়ারপোর্ট থানার গেটের পাশে বিদ্যুতিক খুঁটিতে এবং উত্তর রামনগর সহ পশ্চিম ভুবন বন এলাকায়। এমনকি জলের পাম্প থেকে পর্যন্ত তার কেটে নিয়ে যায় চোরের দল। এদিন চোরের দল প্রায় ২০ টি মতো কাটআউট চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্জয়নগর বিদ্যুৎ নিগম অফিসের লাইনম্যানরা অভিযোগ পেয়ে বিভিন্ন এলাকায় গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। বিষয়টি নিগমের উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান লাইনম্যানরা। ফলে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে যখন কাট আউট চুরির ঘটনা সংঘটিত হয়েছিল তখন এয়ারপোর্ট থানার পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। কিন্তু রাতের বেলার নিয়মিত টহলদারি না থাকায় কাট আউট চুরির ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে বলে মনে হচ্ছে নিগমের কর্মীরা। কিন্তু মাত্র ১০ দিনে ব্যবধানে দুবার কাটআউট চুরির ঘটনায় বিদ্যুৎ নিগমের রাতে ঘুম কেড়ে নিয়েছে বলা চলে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এয়ারপোর্ট থানার গেটের পাশে অর্থাৎ পুলিশের দোয়ার থেকে কাটআউট চুরির ঘটনা হলেও পুলিশ শীত ঘুমে আচ্ছন্ন। এভাবে প্রতিনিয়ত চুরির ঘটনা এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য