Saturday, March 22, 2025
বাড়িরাজ্যস্কুলমুখী করার জন্য দাবি তুলে বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ ১০,৩২৩, জনমনে সৃষ্টি হয়েছে...

স্কুলমুখী করার জন্য দাবি তুলে বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ ১০,৩২৩, জনমনে সৃষ্টি হয়েছে বিভ্রান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : সুপ্রিম কোর্টের আর টি আই অনুযায়ী ১০ হাজার ৩২৩ শিক্ষক-শিক্ষিকা সকলে চাকরিচ্যুত হয়নি। তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এমনটাই অভিযোগ তুলে তারা স্কুলমুখী করার জন্য বৃহস্পতিবার জেলা শিক্ষা আধিকারিকদের কাছে গিয়ে বিক্ষোভ দেখায় এবং তাদের স্কুলমুখী করার জন্য দাবি তুলে ধরেন। কিন্তু এদিন ডেপুটেশনের পর কোথাও কোথাও সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি। ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যের সাথে বিদ্যালয় পরিদর্শকের বক্তব্য ছিল সম্পূর্ণভাবে আকাশ পাতাল তফাৎ।

 এর মধ্যে অন্যতম টি টি এ এ ডি সি গন্ডাছড়া। এদিন ৫০-৬০ জন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় পরিদর্শকের কাছে গিয়ে সুপ্রিম কোর্টের আর টি আই নথি দেখিয়ে স্কুলমুখী করার দাবি জানান। বিদ্যালয়ের পরিদর্শক চুক্তিহরি মুড়াসিং -এর সাথে সাক্ষাৎ করে বের হয়ে ১০,৩২৩ এর শিক্ষক শিক্ষিকারা জানান বিদ্যালয় পরিদর্শকে পক্ষ থেকে তাদের স্কুলে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তাই তারা সেই মোতাবেক আগামী কয়েক দিনের মধ্যে গন্ডাছড়া টি টি এ এ ডি সি -র আওতাধীন নিজ নিজ পুরনো কর্মস্থলে অর্থাৎ স্কুলে গিয়ে যোগদান করবেন। তারা এদিন আরও দাবি করেন পূর্বে তাদের যে টার্মিনেশন লেটারটি দেওয়া হয়েছিল সেটা নাকি অবৈধ। পরবর্তী সময় এ বিষয়ে পরিদর্শকের সাথে কথা বললে তিনি জানান চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করা হয়েছে তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে অধিকর্তার দৃষ্টি আকর্ষণ করা হবে। এবং অধিকর্তার বক্তব্য তাদের পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে বলে দেওয়া হয়েছে। সুতরাং এদিন বিদ্যালয় পরিদর্শকের সাথে শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যে যে তফাৎটি সৃষ্টি হয়েছে, তাতে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

অন্যদিকে এদিন ঊনকোটি জেলার ১০,৩২৩ -এর সমস্ত শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার দুপুরে জেলা শিক্ষা দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদারকে ঘেরাও করে তাদের স্কুল-মুখী করার জন্য দাবি জানায়। পরবর্তী সময়ে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে এদিন সকালে ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের স্কুলমুখী করার জন্য দক্ষিণ জেলার শিক্ষা অধিকারিকের অফিসও ঘেরাও করে। সে সময় ডি ই ও সুবীর মজুমদার অফিসে আসলে ঘেরাও করে শিক্ষক-শিক্ষিকারা। তারা দাবি জানান, সুবীর মজুমদার যাতে শিক্ষক শিক্ষিকাদের স্কুলমুখী করতে ঘোষণা দেন। কিন্তু আধিকারিক সুবীর মজুমদার অফিস কক্ষে চলে গেলে, রাস্তা অবরোধ করে শিক্ষক-শিক্ষিকারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিলোনিয়া থানার পুলিশ। পুলিশ বহু প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

পাশাপাশি গোমতী জেলা উদয়পুর গোমতী জেলা শিক্ষা আধিকারিকের নিকট মিলিত হয় ১০,৩২৩ এর চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। তাদের মধ্যে থেকে ১৫ জনের একটি প্রতিনিধি দল জেলা শিক্ষা আধিকারিকের সাথে মিলিত হন ১০,৩২৩ -এর শিক্ষক শিক্ষিকারা। এদিন সকালে আচমকা শিক্ষক-শিক্ষিকারা জেলা শিক্ষা আধিকারিক অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রাধা কিশোর পুর থানার পুলিশ। পুলিশ তাদের বিক্ষোভ প্রত্যাহার করার জন্য বললে তারা জানায় জেলা শিক্ষা আধিকারিকদের সাথে তারা মিলিত হয়ে সমস্ত কিছু তুলে ধরতে চান। সে মোতাবেক তাদের জেলার শিক্ষা অধিকারিকের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়। জেলার শিক্ষা অধিকারিকের কাছে তুলে ধরা হয় সুপ্রিম কোর্টের আর টি আই নথিপত্র। এবং দেখানো হয় এই মামলায় তাদের চাকুরী যায়নি। সুতরাং তাদের স্কুলমুখী করার জন্য দাবি জানানো হয়। আর যদি তাদের চাকুরী গিয়ে থাকে তাহলে প্রত্যেকের বাড়িতে টার্মিনেশন লেটার পাঠানো দাবি করা হয়। জেলা শিক্ষা আধিকারিক তাদের আশ্বস্ত করেন বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অধিকর্তার কাছে নিকট তুলে ধরা হবে। পরে আশ্বস্ত হয়ে বিক্ষোভ প্রত্যাহার করে শিক্ষক শিক্ষিকারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য