স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : বুধবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ নবগ্রাম এলাকায় অভিযান চালায়। উদ্ধার হয় ১,০১০ কেজি গাঁজা। জানা যায়, নবগ্রাম ঘোষপাড়ার এক জঙ্গল থেকে এই গাঁজাগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। যদিও এই অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ এন ডি পি এস ধারা অনুযায়ী একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
ধারণা করা হচ্ছে গাজা মজুদ রাখার পেছনে মূলত স্থানীয় কেউ জড়িত রয়েছে। কিন্তু পুলিশ গাঁজা মজুদ কারীদের কতটা জালে তুলতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এলাকাবাসীর সূত্রে খবর পুলিশকে ম্যানেজ করে এলাকায় চলে নেশা সামগ্রী রমরমা ব্যবসা। যার ফলে এলাকার যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। যাইহোক এদিন আটক করা গাঁজা মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে ধারণা পুলিশের।